২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা লেখার প্রতিযোগিতা!

আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য রচনা লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের ‘আমাদের স্বাধীনতা’ শিরোনামে রচনা পাঠাতে হবে ।
প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদেরকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। শিক্ষার্থীদের তিনটি গ্রুপে মধ্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ বিভাগে, নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ বিভাগে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে রচনা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
শিক্ষার্থীদের ‘আমাদের স্বাধীনতা’ শিরোনামে ৫০০ শব্দের রচনা লিখতে হবে। ২৬ মার্চে রাত ১১ঃ৫৯ টার মধ্যে রচনা আমাদের ওয়েব সাইটের নির্দিষ্ট ফর্মের মাধ্যমে জমা দিতে হবে।
এপ্রিলের ৫ তারিখ ফলাফল ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্য ‘ক, খ এবং গ’ গ্রুপ থেকে ৩ জনকে বিজয়ী নির্বাচিত করা হবে এবং সনদ ও পুরষ্কার প্রদান করা হবে। তাছাড়া, বিজয়ীদের নাম, শিক্ষা প্রতিষ্টানের নাম এবং ছবিসহ আমাদের ওয়েব সাইটে পাবলিশ করা হবে।