পর্ব-০৩ঃ এইচটিএমএল প্যারাগ্রাফ, লাইন ব্রেক ও প্রি-ফরম্যাটেড টেক্সট

আজকে আমরা তিনটি বিশেষ ট্যাগ নিয়ে আলোচনা করবো। লিখাটি আগে ভালো করে পড়বেন তারপর অবশ্যই কমপক্ষে একবার অনুশীলন করে নিবেন।
1. Paragraph
2. Line Break
3. Pre-formatted Text
বর্ণনাঃ
১. Paragraph: প্যারা জাতীয় কোনো কিছু লিখার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়।
উদাহরণঃ
<html> <head> <title>Paragraph</title> </head> <body> <p>This is paragraph</p> </body> </html>
আউটপুটঃ
This is paragraph
২. Line Break: কোনো টেক্সট কনটেন্টে নতুন লাইনের প্রয়োজন হলে তখন লাইন ব্রেক করতে হয় অর্থাৎ, <br> বা <br/> ট্যাগ ব্যবহার করতে হয়। এই ট্যাগের কোনো শেষ ট্যাগ অর্থাৎ, ক্লোজিং ট্যাগ নেই।
উদাহরণঃ
<p>This is<br>a paragraph<br>with line breaks.</p>
আউটপুটঃ
This is
a paragraph
with line breaks
নোটঃ যেসব ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই অথবা যেসব ট্যাগের মাঝে কোনো এলিমেন্ট নাই সেসব ট্যাগকে এম্পটি ট্যাগ বলা হয়।
৩. Pre-formatted Text: এইচটিএমএল এ সাধারণত শুধুমাত্র একটি স্পেস তৈরি করে। যদি ইচ্ছা মত টেক্সটকে ফরম্যাটিং করতে চাই তবে <pre>…..</pre> ট্যাগটি ব্যবহার করতে হয়।
উদাহরণঃ
<pre>
My Bonnie lies over the ocean.
My Bonnie lies over the sea.
My Bonnie lies over the ocean.
Oh, bring back my Bonnie to me.
</pre>
আউটপুটঃ
My Bonnie lies over the ocean.
My Bonnie lies over the sea.
My Bonnie lies over the ocean.
Oh, bring back my Bonnie to me.
এখানে লাইন ব্রেক ব্যবহার করা হয়নি। তারপর ও ভিন্ন ভিন্ন লাইনে লিখা গুলো আসার কারণ হলো <pre> ট্যাগের ব্যবহার।
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। লিখাটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।