অধ্যায়-০১ঃ উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নসমূহ

প্রথম অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। বিগত বছরে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নের সমন্বয়ে আমাদের এই লেকচার শীট।
প্রশ্নঃ তথ্য প্রযুক্তি কী?
উত্তরঃ তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বলে।
প্রশ্নঃ ডেটা বা উপাত্ত কী?
উত্তরঃ সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে।
প্রশ্নঃ ইনফরমেশন বা তথ্য কী?
উত্তরঃ ইনফরমেশন হলো কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা সহজবোধ্য, অর্থবহ, কার্যকর ও ব্যবহারযোগ্য।
প্রশ্নঃ ক্রায়োসার্জারি কী?
উত্তরঃ ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি, যা খুব নিম্ন তাপমাত্রায় বা শীতলীকরণের মাধ্যমে শরীরের অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করে।
প্রশ্নঃ ন্যানোটেকনোলজি কী?
উত্তরঃ ন্যানোটেকনোলজি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস(যেমন-রোবট) তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে কাজে লাগানোর বিজ্ঞান।
প্রশ্নঃ ই-কমার্স কী?
উত্তরঃ ই-কমার্স হলো ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেক্ট্রনিক পদ্ধতিতে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় করা।
প্রশ্নঃ ভিডিও কনফারেন্সিং কী?
উত্তরঃ টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়ায় মনিটর বা টেলিভিশনের পর্দায় অংশগ্রহনকারীরা পরস্পরের মুখোমুখী হয়ে একে অন্যকে স্ক্রিনে দেখে কথোপকথনে অংশগ্রহন করার ব্যবস্থাকে ভিডিও কনফারেন্সিং বলে।
প্রশ্নঃ বায়োইনফরমেটিক্স কী?
উত্তরঃ জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়ো ইনফরমেটিক্স।
প্রশ্নঃ হ্যাকিং কী?
উত্তরঃ সাধারনত অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা বা কোনো কম্পিউটারকে নিয়ন্ত্রনে নিয়ে নেওয়াই হলো হ্যাকিং।
প্রশ্নঃ প্লেজিয়ারিজম কী?
উত্তরঃ অন্যের লেখা, গবেষণালব্ধ তথ্য ইত্যাদি নিজের নামে চালিয়ে দেওয়াকে প্লেজিয়ারিজম বলে।
প্রশ্নঃ Global Village বা বিশ্বগ্রাম কী?
উত্তরঃ বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে।
প্রশ্নঃ রোবটিক্স কী?
উত্তরঃ কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় যন্ত্র ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞানই হলো রোবটিক্স।
প্রশ্নঃ বায়োমেট্রিক্স কী?
উত্তরঃ বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্টের উপর ভিত্তি করে তাকে চিহ্নিতকরা হয়।
প্রশ্নঃ Virtual Reality (ভার্চুয়্যাল রিয়েলিটি) কী?
উত্তরঃ ভার্চুয়্যাল রিয়েলিটি বা VR হচ্ছে কম্পিউটার মডেলিং ও অনুকরণবিদ্যার প্রয়োগ, যার মাধ্যমে মানুষ কৃত্রিম ত্রিমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন করতে পারে।
প্রশ্নঃ Artificial Intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
উত্তরঃ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
প্রশ্নঃ টেলিমেডিসিন কী?
উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোনো ভৌগলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে সাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলা হয়।
প্রশ্নঃ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
উত্তরঃ কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জীন বহনকারী DNA খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।
প্রশ্নঃ ই-মেইল কী?
উত্তরঃ ই-মেইল হচ্ছে ইলেক্ট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ কম্পিউটারের সাহায্যে কোনো তথ্য বা সংবাদ অন্য কোথাও পাঠানো বা গ্রহন করার ব্যবস্থাকে ই-মেইল বলে।
প্রশ্নঃ ডিজিটাল কনভারজেন্স কী?
উত্তরঃ ডিজিটাল কনভারজেন্স হলো বিভিন্ন মাধ্যমের বিভিন্ন প্রযুক্তিকে(তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি বা টেলিকমিউনিকেশনস, কনজ্যুমার ইলেকট্রনিক্স ও বিনোদন বা গেইম শিল্প) মিলিত করে একটি মাধ্যমে একীভুত করা এবং কার্যকরভাবে পরিচালনা করা।